শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলাবাউফলে দুস্থদের মাঝে এমপির চেক বিতরণ

বাউফলে দুস্থদের মাঝে এমপির চেক বিতরণ

অতুল পাল: বাউফলে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৫৬ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার সহায়তা চেক বিতরণ করেন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তণে সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি ওই চেক বিতরণ করেন।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আ.স.ম ফিরোজ এমপি বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখনই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেন। শেখ হাসিনা দেশের উন্নয়ণে ব্যাপক কাজ করেছেন। তেমনি ভাবে পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সহয়াতার ব্যবস্থা করেছেন। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, ভিজিএফ, ভিজিডিসহ অসংখ্য ভাতা অনুদান দিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ জন্মলগ্ন থেকেই দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম ফারুক, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু ও মো. কামাল বিশ্বাস প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments