সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeসারাবাংলাসোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

গিয়াস কামাল: পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের আমদী গ্রামে একই পরবিারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ থেকে জানা যায়, গত ১ জুলাই শনিবার দুপুরে রফিকুল ইসলাম(৪১), তার মা মমতাজ বেগম(৬৫) ও বোন শিউলি আহমেদ(৪৫) একই গ্রামে মামা আবুল হোসেনের বাড়ি যাচ্ছিল। আবুল হোসেনের বাড়ির কাছাকাছি পৌছঁলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আল আমিন, জজ মিয়া ও রোকেয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে তাদের তিনজনের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

এ সময় রফিকুল, মমতাজ ও শিউলী মারাক্ত ভাবে আহত হয়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছূটে আসলে মামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় রফিকুল বাদী হয়ে আল আমিন, জজ মিয়া ও রোকেয়াকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার শিকার রফিকুল জানান, তার মামা আবুল হোসেনের সাথে একই গ্রামের আল আমিন, জজ মিয়া ও রোকেয়ার সাথে পূর্ব বিরোধ চলছিল। সেই আক্রশে শনিবার তারা আমাদের উপর হামলা করে। আমরা মামা আবুল হোসেনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় আমাদের উপর হামলা চালানো হয়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। মূলত জমি সংক্রান্ত বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত অনুয়ায়ী পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments