মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলাকালিহাতীতে সমাজ উন্নয়ন কর্মসূচির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিহাতীতে সমাজ উন্নয়ন কর্মসূচির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগচারান দক্ষিণ পাড়া গ্রামে ‘সমাজ উন্নয়ন কর্মসূচি‘ নামে একটি সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গত ১ জুলাই শনিবার সংগঠনের কার্যালয়ে ঈদের তৃতীয় দিন গরু কোরবানীর কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়ে দুপুরে মধ্যাহ্ণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. ঠান্ডু মিয়া,সহসভাপতি নজরুল ইসলাম ,সহ সাধারন সম্পাদক আবুল হাসেম,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু কোষাধ্যক্ষ আবুল হোসেন,দপ্তর ও প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি সদস্য ডা.হামিদা আক্তার প্রমুখ। বেসরকারী সমাজ উন্নয়ন কর্মসূচির সভাপতি এস.এম আব্দুল হামিদ সাংবাদিক সম্মেলনে বিগত দুই বছরের ২০ দফা উন্নয়ন মুলক কর্মসূচির বিবরন তুলে ধরেন।

কর্মসূচির মধ্যে অন্যতম গুলো হলো প্রতিমাসে অনুদান,কন্যা দায়গ্রস্তদের অনুদান,সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের নগদ সহায়তা, বিনা খরচে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ,নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার সামগ্রী প্রদান,আগচারান প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন,ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের অনুদান,দরিদ্রদের যাকাতের অর্থ বিতরন,বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান,প্রতি বছর গরু কোরবানী করে দূ:স্থদের মাঝে মাংস বিতরনসহ অন্যান্য কর্মসূচি তুলে ধরেন। এলাকায় সমাজ উন্নয়ন কর্মসূচির ব্যাপক সাড়া জাগিয়েছে এই সংগঠনের সদস্যরা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments