শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গিয়াস কামাল: নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রেলওয়ে কতৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীমের নেতৃত্বে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী ও রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ভুক্তভোগী আব্দুল মালেকের নাতি রবিউল বলেন, আমাদের লিজকৃত জায়গার খাজনা প্রতি বছর পরিশোধ করে আসছি। কিন্তু কোন নোটিষ ছাড়াই রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ স্যার একটি কোম্পানির পক্ষে এসে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি কোম্পানির মালিকের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়েছে। যদি কেউ রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments