জয়নাল আবেদীন: রংপুর বিভাগীয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো: মোবাশে^র হোসেনকে ফুলে ফুলে বরণ এবং বিদায় জেলার সেবক জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীনকে ফুলে ফুলে বিদায় জানানো হয় ।
গত বছর ডিসেম্বর মাসের ৪ তারিখে ড, নাজনীন রংপুরে ডিসি হিসাবে এবং এ মাসের ১৮ জুলাই মোহাম্মদ মোবাশে^র হাসান নবাগত জেলার সেবক জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন । এদিকে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা রংপুর বিভাগীয় কমিশনার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। এসময় স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহীম খান সহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে রাতে রংপুর সার্কিট হাউসে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন, রংপুর বিভাগ ও জেলা শাখা কর্তৃক ড. চিত্রলেখা নাজনীন এঁর বদলিজনিত বিদায় এবং মোহাম্মদ মোবাশ্বের হাসান এঁর জেলা প্রশাসক, রংপুর পদে যোগদান উপলক্ষ্যে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।এসময় পরিচালক জেলা এবং বিভাগীয় প্রশাসনের কর্তারা ছাড়াও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী , সমাজ সেবার বিভাগীয় পরিচালক নাজমুল হুদা, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ফরহাদ হোসেন সহ রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিসিএস ২৪তম ব্যাচের রংপুরে কর্মরত সকল ক্যাডারের সদস্যরা পুলিশ সুপার মিলনায়তনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে । এসময় উপস্থিত ছিলেন ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডার , শিক্ষা ক্যাডার সহ অন্যান্য ক্যাডারের জেলা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । উল্লেখ্য সাড়ে ৭ মাস কর্মকালে ডিসি ড,নাজনীন এ জেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষিসহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মঙ্গবার বিকেলে বিদায় প্রাক্কালে তিনি এই জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি সহ সকলকে তাঁর কর্মকালীন নানাভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রংপুর ত্যাগ করেন ।