জি.এম.মিন্টু: কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা ২৭ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ধসঢ়;ফারের সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রামপ্রসাদ দেবনাথ, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাত হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, বিদ্যানন্দকাটি মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।