জি.এম.মিন্টু: কেশবপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, যশোর জেলা প্রশাসনের সহযোগিতায়, বাংলা একাডেমীয সমন্বয় এবং সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী উপজেলা সাহিত্যমেলা ২৭ জুলাই সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন যশোরের নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোমেন উদ্দীন হোসেন, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব সুস্মিতা ইসলাম , কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফুজ্জামান। কেশবপুরের সাহিত্য-সাংস্কৃতি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কবি খসরু পাভেজ।