বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান আজ ৩ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এদিন সকাল ১১ টায় উপজেলার পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান উপস্থিত সকলের সাথে পরিচিত হন। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত ইউএনও কামরুজ্জামানকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা, আইন শৃংখলা পরিস্থিতি, উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ মূলক বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, আওয়ামী লীগ নেতা শামছুল আলম, মুস্তাক আহমেদ, মনিরুল গনি চৌধুরী শুভ্র, প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, অধ্যক্ষ রুহুল আমিন, প্রফেসর আসমত আলি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত প্রমুখ।
বক্তারা সকল ভালো কাজে নবাগত ইউএনও কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ‘৭৫ এর ১৫ আগষ্টে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট করেছেন। তিনি বলেন, তার দরজা সকলের জন্য খোলা থাকবে।
তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার উন্নয়ন কর্মকান্ড সচল রাখা সহ এলাকার সকল সমস্যা সমাধানে আন্তরিকভাবে কজ করার দৃঢ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষক, সাংবাদিক, বনিক সমিতি, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বানিজ্যিক ব্যাংক, ইসলামী ফাউন্ডেশন ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।