শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩
Homeসারাবাংলাবরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১২

বাংলাদেশ প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রাবাসে শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তাদের মধ্যে ছয়জনকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে রোববার সারাদিন ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছাত্রলীগ কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। সাদিক আবদুল্লাহর অনুসারীরা হেলমেট পড়ে লাঠিসোঁটা নিয়ে গভীর রাতে ছাত্রাবাসের ঢুকে প্রতিমন্ত্রীর অনুসারীদের ওপর হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। সাদিকের অনুসারীরা রোববার সারাদিন ক্যাম্পাসে অবস্থান করে নানা স্লোগান দিয়ে দফায় দফায় বিক্ষোভ করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই। তবে মেয়র সাদিক ও প্রতিমন্ত্রী শামীমের অনুসারী দুটি পক্ষ বিদ্যমান। আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে প্রায়ই তারা হামলা-পাল্টা হামলা করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

সাদিক আবদুল্লাহ অনুসারী গ্রুপের নেতৃত্ব দেন মুবাশ্বির রিদম ও তানজিম মঞ্জু এবং প্রতিমন্ত্রীর অনুসারী গ্রুপের নেতৃত্বে রয়েছেন রক্তিম হাসান ও মুয়ীদুর রহমান বাকি।

প্রতিমন্ত্রী অনুসারীরা অভিযোগ করে বলেন, সাদিক গ্রুপ রাতে ক্যাম্পাসে হামলা চালিয়ে যাকে যেখানে পেয়েছে মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাদিক আবদুল্লাহ গ্রুপের ২০-২৫ জন শনিবার রাত সাড়ে ১১টার দিকে হেলমেট পরে দেশীয় অস্ত্র ও জিআই পাইপ নিয়ে প্রথমে শেরেবাংলা হলে ঢোকেন। তারা প্রধান ফটক ও সাধারণ শিক্ষার্থীদের কক্ষ বাইরে থেকে আটকে দেন। পরে চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের খুঁজতে কয়েকটি কক্ষে তল্লাশি চালান। এরপর বঙ্গবন্ধু হলে গিয়ে তৃতীয় ও চতুর্থ তলায় একইভাবে তল্লাশি করেন। সেখানে প্রতিপক্ষের কয়েকজনকে পেয়ে মারধর করেন। এ সময়ের মধ্যে রক্তিম-বাকি গ্রুপ সংগঠিত হয়ে পাল্টা হামলা করলে ছাত্র-শিক্ষক কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ ঘটনায় রক্তিম-বাকি গ্রুপের মুহীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, আয়াতউল্লাহ, ইফরান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি ও সোহেল রানা এবং রাফি-শরিফ গ্রুপের ফাত্তাউর রাফি, হাসিবুল হাসান শান্ত, আল সামাদ শান্ত, মো. মঞ্জু ও শরীফুল ইসলাম আহত হন বলে জানা গেছে।

মেয়র সাদিকপন্থী ছাত্রলীগ কর্মী আল সামাদ শান্ত বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুয়ীদুর রহমান বাকি গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগে বহিষ্কার হয়েছেন। সম্প্রতি তিনি প্রতিমন্ত্রীর অনুসারী দাবি করে অবৈধভাবে ছাত্রাবাসে থাকছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মারধর করছেন। তারা এর প্রতিবাদ করেছেন।’

মুয়ীদুর রহমান বাকি এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলাকারীরা বিগত দিনেও একাধিকবার হামলা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

বাকি জানান, তার বহিষ্কারাদেশ আরও তিন বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করেছে। রক্তিম হাসানের কাছে এ বিষয়ে জানতে মুঠোফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘শনিবার রাতে হামলার খবর পেয়ে তারা তাৎক্ষণিক ক্যাম্পাসে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে প্রক্টরিয়াল বডির দুজন হাসপাতালে গেছেন। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments