শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeরাজনীতিআ’লীগের পুনঃপ্রতিষ্ঠাতা জিয়াউর রহমান: বুলু

আ’লীগের পুনঃপ্রতিষ্ঠাতা জিয়াউর রহমান: বুলু

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ সেটাও তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে প্রহসনের রায় প্রত্যাহারের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে আদালতের মাধ্যমে সাজা দেয়ার একটাই কারণ সরকার ভেবেছে জুবাইদা রহমান যেকোনো সময় দেশে আসতে পারেন। সে আশঙ্কা উৎকণ্ঠা থেকেই তার বিরুদ্ধে এই অবৈধ রায় দিয়েছে শেখ হাসিনা সরকার।

আওয়ামী লীগ ও রাষ্ট্র চলে এক ব্যক্তির ইশারায় এমন মন্তব্য করে বুলু বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন কোনো ক্যু করে নয়, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতায় এসে বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের যে আওয়ামী লীগ সেটাও তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ আওয়ামী লীগের পক্ষে নেই জানিয়ে বিএনপি নেতা বুলু বলেন, শুধু কয়েকটি গুণ্ডা পাণ্ডা আছে তাদের। তারাও ভেগে চলে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments