রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeসারাবাংলাবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রীর মৃত্যু

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম সুইটি বেগম (১৯ )। সে মৌলভীবাজার মহিলা কলেজের অনার্সের ছাত্রী। শনিবার ০৫ আগস্ট ২০২৩ইং, সন্ধ্যার সময় স্মার্ট মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হলে সাথে সাথে দ্রুত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সুইটি বেগম শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সংলগ্ন মাঝদিহি গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে।

৫নং, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় স্মার্ট মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য মাল্টিপ্লাগে লাগাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় কলেজের ছাত্রী সুইটি, এ সময় তার ছোট ভাই তাকে তাৎক্ষণিক ধাক্কা মেরে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে গেলে সেও বৈদ্যুতিক দুর্ঘটনায় আহত হয়, তবে দ্রুত মেইন সুইচ বন্ধ করার কারণে ছোট ভাইটি বেঁচে যায়। কিন্তু মেয়েটি মারাত্মক আহত হলে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন, শ্রীমঙ্গল থানার এসআই নাসির উদ্দিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments