মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ, নেতাদের মুক্তি দাবি

রংপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ, নেতাদের মুক্তি দাবি

জয়নাল আবেদীন: জাতীয়তাবাদী যুুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম আইফুলাহ রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা যুবদল। রোববার (৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান যুবদল নেতারা।

বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্যালো মার্কেট মোড় সড়ক ও সালেক পাম্প মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ।

যুবদল নেতারা বলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক এ.এইচ.এম আইফুলাহ রুবেলকে নিঃশর্ত মুক্তি দেওয়াসহ সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। দলীয় নেতাদের আটকে রেখে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা জনগণকে সাথে নিয়ে সারাদেশে রাজপথে রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments