মিজানুর রহমান বুলেট: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত ১ সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় এবছরের সর্বোচ্চ ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বঙ্গোপসাগর রয়েছে উত্তল।বৃষ্টির পানিতপ ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে মোসুমী সবজি চাষী ও আমন চাষীরা।
এদিকে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।