শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeসারাবাংলানির্বাচনকে ঘিরে মানুষের জানমাল রক্ষার অঙ্গীকার নবাগত রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন

নির্বাচনকে ঘিরে মানুষের জানমাল রক্ষার অঙ্গীকার নবাগত রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন

জয়নাল আবেদীন: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জানমাল, চলাচলের পথ বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। ডিআইজি হিসাবে রোববার যোগদান করা আব্দুল বাতেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘ্নিত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রংপুরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি আরও বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরো বেশি তৎপর হবে।ডিআইজি বলেন, অপরাধের বেশিরভাগ ঘটনা ঘটে মাদক ও জমিজমা সংক্রান্ত। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে রংপুর বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় সেই ব্যবস্থা নেবো। পরে রংপুর জিলা স্কুল মোড় সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নবাগত ডিআইজি আব্দুল বাতেন।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান,অতিরিক্ত ডিআইজি মেহেদুল করিম, অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments