শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeসারাবাংলাঈশ্বরদীতে লাগামহীন দামে বিক্রি হচ্ছে অপুষ্ট ডাব

ঈশ্বরদীতে লাগামহীন দামে বিক্রি হচ্ছে অপুষ্ট ডাব

স্বপন কুমার কুন্ডু: ডেঙ্গুর কারণে অস্বাভাবিক বেড়েছে ডাবের দাম। ১৫০ টাকার নিচে বাজারে কোনো ডাব নেই। এ দামে যেগুলো মিলছে, সেগুলো অপুষ্ট ও ছোট আকারের। আর বড় সাইজের একেকটি ডাবের দাম ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। ডাবের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ডাবগাছের মালিকরা ডাব পুষ্ট হওয়ার আগেই গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করছেন। অপুষ্ট ছোট আকারের ডাবে অর্ধেক গ্লাসের বেশি পানি পাওয়া যাচ্ছে না।

বিক্রেতারা বলছেন, এমনিতে শ্রাবণ-ভাদ্র মাসে ডাবের ফলন কম থাকে। এরইমধ্যে ডেঙ্গুসহ অন্যান্য রোবালাই বেড়ে যাওয়ায় চাহিদা তুঙ্গে উঠেছে। কয়েকদিনের বৃষ্টির কারণে পিচ্ছিল গাছে উঠে ডাব পাড়া কমেছে। এ কারণে বাজারে আরও কমেছে সরবরাহ। সবমিলে ডাবের দাম এমন ঊর্ধ্বগতি।

মাল গুদামের বিক্রেতা বাপ্পি সাহা বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের দাম বেড়েছে। প্রতি বছর এসময় ডাবের দাম সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে এ সময় ডেঙ্গুর প্রকোপ হয়। সেজন্য চাহিদা বাড়ে।

কলেজ রোডে ভ্যানে ফেরী করে ডাব বিক্রেতা হারুণ বলেন, গ্রামের গাছ থেকে অপুষ্ট ডাব প্রতিটি ১২০ টাকা করে কিনছি। খরচ হচ্ছে ডাব প্রতি ১০ টাকা। নিজের হাজিরা ধরে ১৫০ টাকা দামে ছোট ছোট ডাব বিক্রি করছি। আর একটু বড় আকারের ডাবের দাম ২০০ টাকা।

পাইকাররা জানান, বরিশাল, ভোলা, বাগেরহাট, যশোর ও খুলনা থেকে ডাব আসছে। এখন তেমন আসছে না। আঞ্চলিক ওই বাজারগুলোতেই দাম বেশি।
প্রতিদিন ডাবের পানি পান করেন ছাব্বির আহমেদ। তিনি বলেন, বড় সাইজের একটি ডাব আগে ৫০ টাকা ছিল। এরমধ্যে প্রায় চারগুণ দাম বেড়েছে। অসুখের কারণে আমার মতো যাদের প্রতিদিন ডাব খেতে হচ্ছে তারা খুব অসুবিধায় আছি। এখন সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments