স্বপন কুমার কুন্ডু: গরু চুরির সময় ঈশ্বরদীতে এলাকাবাসীর গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিহত গরু চোরের পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোয়াল বাথান গ্রামের ইদ্রিস আলীর গোয়ালঘর থেকে গরু চুরির সময় মালিক টের পেয়ে যান। ইদ্রিস চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। চিৎকার-চেঁচামেচি ও মানুষের উপস্থিতি টের পেয়ে চোর দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসীর হাতে ধরা পড়লে উপস্থিত জনতার গনপিটুনিতে চোরের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাসান বসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।