জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চলাকালে কিছ‚ ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জরিমানা, মুচলেকা ও বিভিন্ন মেয়াদে জেল দেওয়া সহ তাদেরকে দালাল হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র রংপুর মহানগরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শণ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন ওই ঘটনাটি বাংলাদেশসহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঔষধ বিক্রয় প্রতিনিধিগণ পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রে বিভিন্নভাবে লাঞ্চিত হয়। যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন “আমরা দালাল নই, আমরা শতভাগ উচ্চ শিক্ষিত নারী-পুরুষ” আগামীতে এই ধরনের ঘটনার শিকার হতে চাই না । এরপর তারা বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান বওে ।স্মারকলিপি গ্রহনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ডবিøউ এম রায়হান শাহ্ বলেন, আমরা স্মারকলিপি গ্রহন করলাম, এর আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে স্মারকলিপিতে বলা হয়েছে নির্বাহী আদেশে সকল প্রকার অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ। প্রতিনিয়ত দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনী ব্যবস্থা নেয়া। সিভিল সার্জন-রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন ভায়াগনষ্টিক সেন্টার মালিকদের নির্বাহী আদেশের মাধ্যমে পুরো রংপুর জেলায় প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ। কোম্পানী কর্তৃক নিজস্ব সার্ভে, এমএসটি সার্ভে এবং ফোরপি সার্ভের নামে অবৈধ এনজিও সার্ভে বন্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া । এই ৫টি দাবি উত্থাপন করে বাস্তবায়ন চান। বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফারিয়া’র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ, সম্পাদক আব্দুল আলীম, রংপুর বিভাগীয় সভাপতি আখেরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মাইদুজ্জামান, রংপুর মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।