বিমল কুন্ডু : কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ার ( এমএইচভি) কার্যক্রম বন্ধ ঘোষনার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ এমএইচভি এসোসিয়েশন, শাহজাদপুর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফিরোজ আহমেদ, জেলহক হোসাইন, রেদোয়ান আহমেদ রিয়াদ, কনিকা খাতুন, নাজমা খাতুন, বুলবুলি খাতুন প্রমুখ। বক্তারা সিবিএইচসি কর্তৃক এমএইচভি কার্যক্রম বন্ধ ঘোষনা সংক্রান্ত নোটিশ অবিলম্বে প্রত্যাহার এবং নিত্যপন্যের বাজার মূল্য অনুপাতে বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান। বক্তারা বলেন ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান ‘ এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা নানা প্রতিবন্ধকতার মধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছি। অথচ সম্প্রতি কমিউনিটি বেজড হেলথ্ কেয়ার ( সিবিএইচসি)এর লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে এমএইচভি সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষনার নির্দেশ দেয়া হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এমএইচভি মাঠ কর্মীদের কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। উক্ত মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রায় দুই শতাধিক এমএইচভি মাঠ কর্মী অংশ নেন। জানা গেছে, শাহজাদপুর উপজেলায় ১৩ টি ইউনিয়নে ৫২ টি কমিউনিটি ক্লিনিকে ৩৭১ সহ দেশের ১৯ টি জেলার ১০৭ টি উপজেলায় প্রায় ২১ হাজার এমএইচভি মাঠকর্মী কর্মরত রয়েছে । ##