স্বপন কুন্ডু ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘোড়িয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে নৌকার প্রার্থিতা চাইবেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি প্রার্থি হওয়ার ঘোষণা দেন।
রশীদুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৭ সালে ছাত্র জীবনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করি। পরবর্তীতে ছয় দফা, এগারো দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুথান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করি। স্বাধীনতাত্তোর বাংলাদেশে পাকশী পেপার মিলে চাকুরিতে যোগদান করে সিবিএ’র নির্বাচনে শ্রমিক লীগের মনোনয়নে পর পর নয়বার সাধারণ সম্পাদক পদে বিজয় অর্জন করি। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে উত্তরাঞ্চলে শ্রমিক আন্দোলন বেগবান করে গড়ে তুলতে সক্ষম হই। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে পথ-পরিক্রমায় আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বহুবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হতে হয়েছে।
তিনি বলেন, আওয়ামী রাজনীতিতে সারা জীবনের সততা, আন্তরিকতা, বলিষ্ঠতা ও নির্যাতিত হওয়ার স্বীকৃতি স্বরূপ পাবনা-৪ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিকের নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহনে সুযোগ দানের জন্য নৌকা প্রতিকের প্রার্থিতা ঘোষণা করছি। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস মূল্যায়ন করে বিশ্ব মানবতার জননী, বাংলাদেশের উন্নয়নের রূপকার, বিশ্বের সৎ, দক্ষ ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক হিসাবে স্বীকৃত বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে এই আসনে মনোনয়ন দিবেন বলে আমি আশা করি।
পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, সহ-সভাপতি আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা সংসদের পাকশীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান টোকন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল হক বাবুস রেল শ্রমিক লীগের পাকশীর সভাপতি ইকবাল হায়দার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন