জহিরুল ইসলাম: যশোরের ঝিকরগাছায় বারোয়ারী পূজা মন্দিরে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ ডাঃ নাসির উদ্দীন এমপি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকে, সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ। তিনি বলেন, মা-বাবাকে না দেখে গুরুর চরণে নিজেকে সপে দেয়া ভালো কাজ না ধর্মের দিক্ষা নয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, পৌর মেয়র ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরানুর রশিদ। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরদার, শংকরপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ কুমার চ্যাটার্জী, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।