মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

জহিরুল ইসলাম: যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের মোহিনীকাটি বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত আব্দুল ওহাব (৭৫) মোহিনীকাটি গ্রামের বাসিন্দা ও পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পানিসারা ইউনিয়ন পরিষদের সদস্য ৮ ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা বলেন, দুপুরের দিকে আব্দুল ওহাব রাস্তা পার হচ্ছিলেন, এ সময় ঝিকরগাছাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তখন মোটরসাইকেল চালক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে রেখে যান। এরপর বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল ওহাবের লাশ দেখতে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান, (চৌগাছা -ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ ডাঃ মোঃ নাসির উদ্দীন এম পি, এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজখবর নিতে পুলিশ পাঠাচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments