বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি দায়রাপাকের মোড়ে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মানিককে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ নেতা মানিক জানান, আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলনের জন্য তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। মেহেরচণ্ডি এলাকায় পৌঁছলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকের নেতৃত্বে শাকিল, আশিক, সনেট, অপু, আরিফ আদর এবং রুবেলসহ ৮-১০ জন তার পথরোধ করে।
এর পর তরিক ও শাকিল রিভলবার বের করে। একপর্যায়ে তরিকের অন্য সহযোগী আশিক ও সনেট তার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। ফলে হাতে ছুরির আঘাতে আহত হন। এ ছাড়া তার মাথার সামনের অংশে ছুরিকাঘাত করা হয় এবং মাথার পেছনে লাঠির দ্বারা আঘাত করা হয়।
এ ব্যাপারে মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, মাদক, অস্ত্র এবং ছিনতাইয়ের ঘটনায় তরিককে গত ১৯ আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে।