ঈশ্বরদী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে ঈশ্বরদীতে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহন করেন। পরে বাসস্টান্ডে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বিএনপির সকল ‘ষড়যন্ত্র’ মোকাবেলার আহব্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত বিএনপি ও জামায়াত। সকল অরাজকতা ও ষড়যন্ত্র মোকাবেলা করার লক্ষ্যে ঈশ্বরদীতে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। জামায়াত- বিএনপির জ্বালাও পোড়াও কর্মকান্ডে দেশবাসী অতিষ্ঠ। তাই বিএনপি ভোটে ভয় পেয়ে মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে ষড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেখে জনগণ পুনরায় তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য জোটবদ্ধ ।
মিন্টু আরও বলেন, শেখ রাসেলের জন্মদিন পালন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, আওয়ামীলীগের অনুষ্ঠান। জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের প্রাণের স্পন্দন বুঝতে পারেন। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, যিনি নৌকা পাবেন, আমি এ জনপদের মানুষকে ঐক্যবদ্ধ করে তাকেই বিজয়ী করে আনব।
শোভাযাত্রায় দশ সহস্রাধিক নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সাথে সমবেত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, আকরাম আলী, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, শহিদুল ইসলাম পাখি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, শ্রমিক লীগের জাহাঙ্গির হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী এবং অংগ সংগঠনের অগনিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।