ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা করছেন প্রয়াত ভূমি মন্ত্রীর পুত্র আওয়ামী লীগ নেতা সাকিবুর রহমান শরীফ কনক।
শনিবার বিকেলে (২১,অক্টোবর) দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সাঃসম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে ও দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সাধারণ হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সভাস্থল।
প্রধান অতিথির বক্তব্যে কনক শরীফ বলেন, তারেকের মতো অনলাইন নেতা দিয়ে আর যাই হোক আন্দোলন ও জনগণের কল্যাণ হতে পারে না। জননেত্রী শেখ হাসিনা যখন নির্যাতিত ফিলিস্তিনের মানুষের সরাসরি পক্ষ নিয়ে কথা বলছেন, তখন বিএনপি জামাত ও তারেক মুখে কুলুপ এঁটে আমেরিকার পা চাটায় ব্যস্ত।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে আমি নিজের জীবন বাজি রেখে আটঘরিয়া ও ঈশ্বরদীর সকল স্থানে করোনা রুগীদের বাড়ি বাড়ি অক্সিজেন ও প্রয়োজনীয় ঔষধ, খাদ্য পৌঁছে দিয়েছি। প্রতি শীতে শীতার্তদের মধ্যে গরম কাপড় বিতরণ করেছি ,তখন বিএনপির নেতারা ওই ছিলো। এই আটঘরিয়া ও ঈশ্বরদীর প্রতিটি এলাকায় আমার পদচারণা আছে, আমি বিএনপির নেতাদের মতো বিরিয়ানির প্যাকেট দিয়ে লোক নিয়ে আসি না। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করেছি। আমার প্রয়াত পিতার হাতের ছোঁয়ায় এমন কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির, স্কুল কলেজ রাস্তাঘাট নেই যে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি তার অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা অবিরামভাবে করে যাচ্ছি। আগামীতে মাননীয় নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, তবে আমার নির্বাচনী এলাকায় কোন বেকারত্ব থাকবে না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্য কাজ করবো।
বক্তব্য শেষে কালিকাপুর বাজার জামে মসজিদে মাগরিবের নামাজের নিজেই ইমামতি করেন কনক শরীফ। ##