এ এম, মিজানুর রহমান বুলেটঃ হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। রবিবার বেলা এগারোটায় পটুয়াখালী পৌর শহরের শেখ রাসেল স্কয়ার মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্ব স্তরের মানুষ। পরে তাকে পৌর শহরের মুসলিম গোরস্থানের নির্ধারিত স্থানে দাফন করা হয়। এর আগে গতকাল শনিবার ভোর ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বিকাল তিনটায় সংসদ ভবনের সামনে প্রথম জানাজা শেষে তাকে হেলিকপ্টার যোগে পটুয়াখালী নিয়ে আসা হয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্মগ্রহন করেন। ২০০৮ সালে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের সপ্তম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে এমপি নির্বাচিত হন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, পটুয়াখালী-২, ৩ ও ৪ আসনের সংসদ সদস্য ও পটুয়াখালীর পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।