শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeসারাবাংলাজয়পুরহাট সদর উপজেলা পরিষদের ১ ঘন্টার প্রতীকি চেয়ারম্যান হলেন শিশু ফাররহানা আফরীন...

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ১ ঘন্টার প্রতীকি চেয়ারম্যান হলেন শিশু ফাররহানা আফরীন সাথী

এস এম শফিকুল ইসলামঃ জয়পুরহাটে ১ ঘন্টার জন্য  জয়পুরহাট সদর উপজেলা পরিষদের প্রতীকি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) জয়পুরহাটের চাইল্ড পার্লামেন্ট মেম্বার ফারহানা আফরীন সাথী । কন্যা শিশু দিবস উপলক্ষে ‘ইয়েস বাংলাদেশ’ ও ইয়ূথ ফর চেঞ্জ এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম সোলাইমান আলীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে জেলার সকল শিশুর প্রতিনিধি হিসেবে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আফরিন সাথী এই দায়িত্ব পালন করেন।
এসময় শিশু ফারহানা আফরীন সাথী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিজের চেয়ারে বসতে দিয়ে চেয়ারম্যান এস এম সোলায়মান আলী  উপজেলা পরিষদের প্রশাসনিক কাঠামো, চলমান নানা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানের বিষদ বিবরণী দেন।
পরবর্তীতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, প্রশাসনিক কক্ষ ও গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করেন শিশু সাথী। দায়িত্বপালনকালে প্রতীকি চেয়ারম্যান , উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরনের জন্য প্রশংসা করেন। বিভিন্ন রাস্তায় স্কুল ও কলেজগামী মেয়েদের ইভটিজিং বন্ধ ও কিশোর অপরাধ দমনে উপজেলা প্রশাসনের সহযোগিতাও কামনা করে সে। এমন চেয়ারে বসতে পেরে নিজেকে ভাগ্যবতী আখ্যায়িত দিয়ে বলে তাকে  সামনের দিকে এগুতে হবে।
কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজেদের জীবন ও তাদের আশেপাশের সমাজ। সমাজের মানুষদের এমন বিশ্বাস অন্তরে ধারণ করে সমাজের নেতৃস্থানীয় যে জায়গাগুলোতে নারী বা মেয়েদের খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সেই জায়গাগুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরিকরণের উদ্দেশ্যেই ‘প্লান ইন্টারন্যাশনাল’ এর বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফারহানা আফরিন সাথী বলে, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মতো এমন  একটি প্রতিষ্ঠানের প্রতীকি হলেও কিছু সময়ের জন্যে চেয়ারম্যান হওয়া সত্যিই তার কাছে স্বপ্নের মতো লাগছে। সে বলে বাংলাদেশে যদি একজন নারী প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাতে পারে তাহলে তৃণমূলের কণ্যাশিশুদের কোনভাবেই পিছিয়ে থাকার সুযোগ নেই। সকলে যদি জীবনযুদ্ধে এগিয়ে যেতে উৎসাহ, উদ্দীপনা ও একটু সহযোগিতা পায় তাহলে নারীরাও বড় বড় পদে সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারবে।
উক্ত কার্যক্রম প্রসঙ্গে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে  শিশুদের প্রতিনিধি ফারহানা আফরিন সাথীর মাধ্যমে সকল শিশুকে মুক্তমনা হিসেবে বেড়ে উঠে ভবিষ্যতে দেশের সর্বোচ্চ পদগুলোতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গার্লস টেকওভার কর্মসূচীর মাধ্যমে কণ্যাশিশুরা উৎসাহিত হবে এবং নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গিকারবদ্ধ হবে। চেয়ারম্যান আরো বলেন, যেখানে নারীরাও পিছিয়েও নেই তখন আজকের এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল কন্যাশিশুকে এগিয়ে যেতে অনুপ্রেরণ প্রদানই তার মূল লক্ষ্য।
এনসিটিএফ জয়পুরহাট জেলা ভলেন্টিয়ার সমাজকর্মী মোঃ সালেহুর রহমান সজীবের ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এই আয়োজনে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, এনসিটিএফ জয়পুরহাটের উপদেষ্টা যমুনা টিভির
সিনিয়র রিপোর্টার  আব্দুল আলিম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি  এস এম শফিকুল ইসলাম,  সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি  শাহিদুল ইসলাম সবুজ, এনসিটিএফ সভাপতি  ফাহিম জামান, সহ- সভাপতি রুমাইয়া সুলতানা, শিশু গবেষক আমিনা ইসলাম রোজা, জেলা ভলেন্টিয়ার শান্তনা পারভীন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments