এ এম মিজানুর রহমান বুলেটঃ আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের উপর সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা।
রাত বারোটার সঙ্গে সঙ্গেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা করবে হাজার হাজার মাছধরা ট্রলার। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কলাপাড়ার বৃহত মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
গত ১২ অক্টোবর থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজনন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষনা করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। অবরোধ সফল ভাবে সম্পন্ন হওয়ায় জেলেদের জালে কাংখিত মাছ ধরা পড়বে বলে আশা ব্যক্ত করেছেন মৎস্য কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপুসাহা বলেন, এই বার জেলেরা অবরোধ কঠিনভাবে পালন করছে। তাই এ বছর জেলেরা প্রচুর ইলিশ পাবে।