স্বপন কুমার কুন্ডু: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী পৌর ছাত্রলীগ। রোববার (৫ নভেম্বর) দুপুরে পৌর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলে নের্তৃত্ব দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।
বিক্ষোভ মিছিলের উদ্বোধন করেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু। মিছিলটি ঈশ্বরদী শহরের পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট ট্রাফিক মোড়ে পথসভা অনুষ্ঠিত করে।
সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব। বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।
u
ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক সুমন দাস, ছাত্রলীগ নেতা আদিত্য ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।