বাংলাদেশ প্রতিবেদক: বিশ্বকাপে ভরাডুবির পর ব্যাপক বিদ্রুপের শিকার বাংলাদেশ দল। সমালোচকরা ক্ষেপে আছেন প্রধান কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের ওপর। দায় এড়ালেন না হাথুরু, প্রকাশ্যেই স্বীকার করলেন হতাশ তিনিও। যদিও তার মূল কাজ শুরু হবে বিশ্বকাপের পর, এমনটাই দাবি করছেন প্রধান কোচ।
অথচ সেমিফাইনালে খেলার স্বপ্ন চোখে দেশ ছেড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছিল প্রত্যাশার পারদ। এরপর জানি কী হলো! শেষ পর্যন্ত হারতে হলো নেদারল্যান্ডসের কাছেও! টানা ছয় ম্যাচ হেরে সাকিবের দল এখন ১০ দলের মাঝে আছে নয়ে।
আগামীকাল সোমবার নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিবরা। তার আগে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। এই সময় তিনি বলেন, ‘দলের অন্য সবার মতো আমিও দায়ভার নিচ্ছি। কারণ আমরা সমর্থকদের হতাশ করেছি এবং আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।’
বিশ্বকাপের ঠিক আগে হাথুরুসিংহে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বড় স্বপ্ন না দেখতে। দলের এমন অবস্থার পরও কথা বলছেন একই সুরে। তিনি বলেন, ‘আমরা আসলে অতি প্রত্যাশার কাছে নিজেদের ডুবিয়েছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত কোথায় ভুল হয়েছে।’
নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটানোর পর হাথুরুসিংহের প্রধান কোচের পদ নিয়েও উঠেছে প্রশ্ন। সমর্থকরা তার অপসারণের সময় দাবি করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদমাধ্যমগুলোও যাতে সমর্থন জানাচ্ছে। এই প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমি কোচ হিসেবে থাকছি কিনা সেটা আমার ওপরে নেই। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে।’
তবে নিজের পক্ষেও যুক্তি দেখান হাথুরুসিংহে। দল গঠনের সময় কম পাবার দাবি করে বলেন, ‘মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর।’