বাংলাদেশ প্রতিবেদক: ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র্যালি আলোচনা সভা কেককাটা এবং কমিউিনিটি পুলিশে বিশেষ অবদানের জন্য ২জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদানের মধ্যে দিয়ে রংপুর জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
বিকেল ৩টায় জেলা পুলিশ সুপার র্কাযালয় চত্তর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহার আলী দুলালের সঞ্চালনায় সুচনা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া ,রংপুর জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অব মো: নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড, জালাল উদ্দিন আকবর , রংপুর জেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল।
এর আগে রংপুর জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল র্যালির সম্মুখভাগে থেকে শোভা বর্ধন করে। আলোচনা সভায় স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৬জন শিক্ষার্থী কমিউনিটি পুলিশিং প্রসঙ্গে বক্তব্য প্রদান করে । এছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ রংপুরের সুধী সমাজের ব্যক্তিবর্গ ব্যবসায়ী, লেখক সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। এদিকে ভালো কাজ করায় তারাগঞ্জ উপজেলা থানার দারোগা আমিনুল ইসলাম এবং কমিউিনিটি পুলিশিং পীরগাছার সাধারন সম্পাদক ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানানো হয় ।