শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeরাজনীতিঅপরাধজনিত কারণে বিএনপি নেতাদের ধরা হয়েছে: আইনমন্ত্রী

অপরাধজনিত কারণে বিএনপি নেতাদের ধরা হয়েছে: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের ধরা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইজিপির সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আমরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

বিএনপি নেতাকর্মীদের ধড়পাকড় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সঠিক জবাব পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এ বিষয়ে ভালো বলতে পারবে। তবে, আমি বলতে পারি বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় তাদের ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এটার কোন কানেকশন নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments