বিমল কুন্ডুঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু- কিশোর- কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগনের অংশগ্রহণ শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় শাহজাদপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও ইউনিসেফের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এ কে এম শফিকুল আলম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। পরিকল্পনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফের উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন, হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, কৈজুরী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিবাহ নিবন্ধক ( নিকাহ রেজিষ্টার) সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বাল্য বিবাহ রোধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোরদের জীবনমান উন্নয়নে গন সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা, গ্রামে গ্রামে উঠোন বৈঠক করা, ইউনিয়ন পর্যায়ে গঠিত বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি সমূহ গতিশীল করা , সঠিকভাবে জন্ম নিবন্ধন সনদ প্রদান সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সুপারীশমূলক বক্তব্য রাখেন।
শেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান অদ্যকার সভার সুপারিশমূলক সকল কার্যক্রম বাস্তবায়নেৃ যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। পরিকল্পনা সভায় সরকারি কর্মকতা, জন প্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।