জয়নাল আবেদীনঃ রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদে দীর্ঘ ৪২ বছর থেকে ওজু খানায় খড়ম ব্যবহার হয়ে আসছে । ১৯৮০ সালে নির্মিত এই মসজিদটিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকাবাসী ও দর্শনার্থীরা এ মসজিদে নামাজ আদায় করতে আসেন প্রতিনিয়ত। তারা সকলেই এখানে এলে খড়ম ব্যবহার করে থাকেন। অথচ রংপুর অঞ্চলে ৬০.৭০.৮০‘র দশক পর্যন্ত খড়মের ব্যবহার হয়ে থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন কারো পায়ে খড়ম ব্যবহার করতে দেখা যায় না । তবে আশির দশকে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। তবে দিন দিন খড়ম বিলীন হয়ে গেলেও রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের মসজিদে এখনও খড়মের ব্যবহার লক্ষ্য করা যায়। কারমাইকেল কলেজের মসজিদের অজুখানায় ব্যবহৃত হচ্ছে খড়ম।
একদা খরমের ব্যবহার বেশী ছিলো তখন দুর থেকেই মানুষ বুঝতে পারত কেউ একজন আসছে। তা ছাড়া সে সময় বাড়িতে কুটুম এলে খড়ম ও পানির ঘটি এগিয়ে দিয়ে তাকে স্বাগত জানানোর প্রচলন ছিল। বর্তমানে প্লাস্টিক, বার্মিজ ও চাইনিজ সেন্ডেলের প্রচলণে সেই দৃশ্য চোখেই পড়েনা। কারমাইকেল কলেজ মসজিদ সেই ঐতিহ্য ধরে রেখেছে। কলেজের মসজিদের অজুখানার পাশে বেশ কয়েক জোড়া খড়ম রেখে দেয়া হয়েছে। নামাজ পড়তে আসা মুসল্লিরা অজুখানায় এগুলো ব্যবহার করে থাকেন।
কারমাইকেল কলেজের ছাত্র বাবুল মৃদুল খোকন রেজাউল করিম বলেন, আমার প্রিয় কলেজের মসজিদে খড়ম দেখে আসছি। প্রথম যেদিন দেখেছি সেদিন অনেকক্ষণ পায়ে দিয়ে হাঁটাহাঁটি করেছি, অনেকদিন পর খড়ম পেয়েছিলাম বলে। এরপর নামাজ পড়তে গেলে প্রায় দিনই খড়ম পায়ে দিয়েছি। আর এক শিক্ষার্থী ফয়সাল বলেন, খড়মের ব্যবহার এখন আর দেখা যায় না, আমাদের কলেজের মসজিদের অজুখানায় এখনও কাঠের জুতা ব্যবহার করা হয়। এর মাধ্যমে প্রাচীন একটা ঐতিহ্যের সঙ্গেও আমরা পরিচিত হই।
এছাড়াও এলাকাবাসী রুহুল আমীন, সৌধ, আসলামসহ কলেকজন বলেন, আমরা কারমাইকেল কলেজে নিয়মিত নামাজ পড়ে থাকি। মসজিদের শুরু থেকেই আমরা এখানে খড়মের ব্যবহার দেখছি। খড়ম পড়তে ভালোই লাগে। পড়লে আগের দিনের কথা মনে পড়ে। পুরোতন গল্প মনে পড়লে মাঝে মাঝে নিজেদের মাঝে খড়ম নিয়ে হাসি ঠাট্টাও হয়ে থাকে।
কারমাইকেল কলেজ মসজিদের পুরোতন লোক মোয়াজ্জিন সাব্বির হোসেন বলেন, ১৯৮০ সাল হতে এই মসজিদে খড়মের ব্যবহার হয়ে থাকে মাঝখানে বছরখানিক খরম ব্যবহার না করে সেন্ডেল ব্যবহার করা হয়েছিলো। সে সময় মানুষ পিছলে পড়ে যেতো, ভুলে নিয়ে যেত আবার চুরি হয়ে যেত তাই আবার খড়মের ব্যবহার শুরু হয়েছে আজ পর্যন্ত চলছে।মসজিদের ইমাম খাইরুল বাশার জানান, অনেক বছর আগে এ মসজিদের অজুখানায় খড়মের ব্যবহার শুরু হয়। মাঝখানে কিছুদিন সেন্ডেল ব্যবহার করলেও পরে আবার খড়ম ব্যবহার শুরু হয়। এখানে নামাজে এলে মানুষ খড়ম ব্যবহার করে থাকে। আমরা এটি ব্যবহার অব্যাহত রাখবো ।