জয়নাল আবেদীনঃ বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলক ভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীপালন কওে তারা । বিটিএ রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ লুৎফর রহমান, সদর উপজেলার সভাপতি আয়শা সিদ্দিকা, সাধারণ সম্পাদক আখিনুর রহমান, বদরগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাক আহমেদসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মানববন্ধন শেষে রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।এদিকে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের নিয়ে গঠিত বিটিএ সংগঠনটি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনসহ গুণগত শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে বিরামহীন সংগ্রাম করে আসছে। যার বর্তমান সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
শিক্ষকরা সমাজের বিবেক। শিক্ষকদের সম্মান সর্বোচ্চ। তাদের তুলনা কারও সঙ্গে চলে না। অথচ সেই শিক্ষকগণ বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ আজ ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির যাতাকলে পিষ্ঠ। তাঁদের অন্যায়, অবিচার, দূর্ণীতিসহ সবকিছু মাথা পেতে মেনে নিতে না পারার কারণে আজ সারা দেশের বেসরকারি শিক্ষকগণ সম্মান নিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে হিমসিম খাচ্ছেন। এমনি পরিস্থিতিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ ঢাকাস্থ যাত্রাবাড়ী থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম অনু’র বিধিবহির্ভূত ও অনৈতিক কর্মকান্ড প্রশ্রয় না দেয়ায় ম্যানেজিং কমিটি তাঁকে নানাভাবে হয়রানি করতেন এবং সর্বশেষ তাঁকে সরিয়ে মোটা অঙ্কের আর্থিক লাভের প্রত্যাশায় পুণরায় অধ্যক্ষ নিয়োগ দেবার লক্ষ্যে যড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্ত করেছেন।