পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
আগামী তিন মাসের জন্য পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের দর্পণ ও অনলাইন আজকের বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি ফজলুর রহমান। সদস্য সচিব দৈনিক যুগান্তর ও স্থানীয় বায়ান্নর আলোর উপজেলা প্রতিনিধি একরামুল ইসলাম। যুগ্ম আহবায়ক দৈনিক কালের কণ্ঠ ও স্থানীয় সকালের বাণী উপজেলা প্রতিনিধি সরকার রবিউল আলম বিপ্লব, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি মনজুরুল আলম মিলন।
সাধারণ সদস্যরা হলেন-দৈনিক মুক্ত খবরের রংপুর নগর প্রতিনিধি আবু তালেব, আসাদুজ্জামান মানিক, তাজুল ইসলাম, এসএম মনজুর মোর্শেদ শাওন ও পরিমল চন্দ্র।