জয়নাল আবেদীন: রংপুর নগরীতে ৩ মণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর- ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কুড়িগ্রমের নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা এলাকার আজগর আলীর ছেলে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
তাজহাট থানার রসি রবিউল ইসলাম জানান, একটি এক্স টু মিনি কাভার্ড ভ্যান করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। এবিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।