জয়নাল আবেদীন: রংপুর বিভাগের ৫৮টি উপজেলার মধ্যে প্রথম ধাপে নব নির্বাচিত ১৯ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ মঙ্গলবার সকাল ৯ টায় রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রংপুর বিভাগের ১৯ উপজেলা থেকে নির্বাচিত ১৯ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩৮ জন ভাইস চেয়ারম্যান এ সময় শপথ নেবেন। রংপুরের বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন শপথবাক্য পাঠ করাবেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণের লক্ষ্যে রংপুর বিভাগের নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে আজ মঙ্গলবার সকাল ৮ টায় রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া শপথ গ্রহণের আগের দিন অর্থাৎ গতকাল সোমবার দুপুর ১ টার মধ্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সর্বশেষ স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ-সম্বলিত হলফনামা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় প্রেরণ নিশ্চিত করতেও বলা হয়েছে ।
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রিয়াজ উদ্দিন এ প্রতিনিধিকে জানিয়েছেন শপথগ্রহণ অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সর্বশেষ স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ-সম্বলিত হলফনামাও সোমবার সবাই জমা দিয়েছেন ।