বুধবার, মার্চ ১৯, ২০২৫
Homeসারাবাংলারংপুরে যুবনেতা নয়নের মুক্তির দাবিতে মানববন্ধন

রংপুরে যুবনেতা নয়নের মুক্তির দাবিতে মানববন্ধন

জয়নাল আবেদীন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়নের আদালতের দেয়া রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহানগর যুবদল।

সোমবার বেলা ১২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সদস্য ওয়াহেদ মুরাদ সহ কৃষকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়নসহ সকল কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে রাজপথে এর মোকাবেলা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments