বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeসারাবাংলাত্বকী হত্যা মামলা: আজমেরীর টর্চার সেল ও লাশ ফেলার স্থান পরিদর্শন র‌্যাবের

ত্বকী হত্যা মামলা: আজমেরীর টর্চার সেল ও লাশ ফেলার স্থান পরিদর্শন র‌্যাবের

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের টর্চার সেলের স্থান ও ত্বকীর লাশ ফেলার স্থান শীতলক্ষ্যা নদীর কুমুদুনি খাল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা র‌্যাব।

বুধবার র‌্যাব-১১ এর একটি দল ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাফায়েত হোসেন শিপনকে সঙ্গে নিয়ে কলেজ রোডে অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের টর্চার সেলের জায়গাটি পরিদর্শন করে। বর্তমানে এ স্থানটিতে বহুতল ভবনের কাজ চলছে। এখানে আজমেরী ওসমানের ভাড়া নেওয়া একটি ভবন ছিল। যেখানে টানানো ছিল ‘উইনার ফ্যাশন’ নামের একটি নিট গার্মেন্টস প্রতিষ্ঠানের সাইনবোর্ড। এর আড়ালে এখানে বিভিন্ন লোকজনকে এনে নিয়মিত টর্চার করতেন আজমেরী। ত্বকীকে এখানেই হত্যার পর তার লাশ আজমেরী ওসমানের গাড়িতে করে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খালে নিয়ে ফেলা হয়।

টর্চার সেলের স্থান পরিদর্শন শেষে কুমুদিনী খাল লাশ ফেলার জায়গাও পরিদর্শন করেন র‌্যাবের সদস্যরা। এ সময় তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। মাঝখানে এটির তদন্ত কিছুটা স্থবির থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় তদন্তে গতি পেয়েছে। ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। এর আগে এ হত্যা মামলার অপর দুই আসামি সুলতান শওকত ভ্রমর ও লিটন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আশা করছি খুব শিগগিরই এর চার্জশিট আদালতে জমা দিতে পারব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments