বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, আতঙ্কে গ্রামবাসী

জয়পুরহাটে ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, আতঙ্কে গ্রামবাসী

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে পারেনি। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবির হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের অদূরে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিজিবি বলছে, আতঙ্কিত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘোনাপাড়া গ্রামবাসীদের ভাষ্য, ১০০ গজের মধ্যে ভারত সীমানা। তাঁরা শান্তিতে গ্রামে বসবাস করে আসছেন। হঠাৎ করেই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেইন ২৮১ নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া ফেলতে শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর বিএসএফ সদস্যরা । এসময় বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা এসে বিএসএফ সদস্যদের বাঁধা দেন। বিজিবির বাঁধার মুখে বিএসএফ সদস্যরা ফিরে গেছেন। এঘটনার পর তাঁরা আতঙ্কে রয়েছেন।

বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮১ নং পিলার এলাকায় এসে জঙ্গল পরিস্কার করছিল। তখন আমরা বিএসএফ সদস্যদের বাঁধা দিয়েছি। আমাদের বাঁধা পেয়ে বিএসএফ সদস্যরা ফিরে গেছেন। সেখানে আগে থেকে কাঁটাতারের বেড়া ছিল। তবে সেটি জং ধরে নষ্ট হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments