শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeসারাবাংলাবেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান

বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান

স্বপন কুমার কুন্ডু: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” বিষয়কে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

সম্মননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আরডিও রাজিবুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলমসহ সূধী জন।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চায়না বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ডলি খাতুন, সফল জননী নারী ক্যাটাগরীতে নুরজাহান ইসলাম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শেফালী বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আসমাউল হুসনা হিয়াকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments