ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় বার্ষিক পরীক্ষা দিতে বাধা দেওয়ায় অভিমানে ৮ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা করার ঘটনায় থানায় মামলা দায়ের। মামলায় নম্বর ০৯/২৪ বলে থানা সুত্রে জানা যায়। জানা যায়, গত রোববার(৮ ডিসেম্বর) উপজেলার দেউতি স্কুল এন্ড কলেজে মাহফুজ রহমান নামের এক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। চলতি বার্ষিক পরীক্ষায় পাঁচ বিষয়ে পরীক্ষা দেওয়ার পর রোববার ষষ্ঠ পরীক্ষায় অংশগ্রহণ করলে দায়িত্বরত সহকারী শিক্ষক আমির হোসেন, আব্দুল হান্নান ও জাহাঙ্গীর আলম বাধা দেন। তাদের বাধায় পরীক্ষা দিতে না পেরে বাড়িতে গিয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী মাহফুজ রহমান (১৫)। শিক্ষার্থী মাহফুজ রহমান উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জুর খা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
ভূক্তভোগী পরিবারের অভিযোগ দেউতি স্কুল এন্ড কলেজের নির্ধারিত পরীক্ষা ফি দিতে না পারায় ওই শিক্ষার্থীকে পরীক্ষার মাঝামাঝি সময়ে পরীক্ষা বন্ধ করে দেন। পরে রাগে-অভিমানে সবার অজান্তে আত্মহত্যা করেন মাহফুজ রহমান। অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, শিক্ষার্থী মাহফুজ রহমানের এবারে রেজিস্ট্রেশন না হওয়ায় পরের বছরে পরীক্ষা দিতে বলা হয়েছে। তাহলে পাঁচ বিষয়ে পরীক্ষা কিভাবে দিলো-প্রশ্ন করা হলে ওই শিক্ষক কোন সদুত্তর দিতে পারেননি।
কলেজ অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু জানান, পরীক্ষা পরিচালনা কমিটি করে দেওয়া হয়েছে। তারা আমাকে এ পর্যন্ত কোন কিছু জানায়নি। পীরগাছা থানার উপ-পরিদর্শক(এস আই) রফিকুল ইসলাম এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, নিহতের বাবা বাদী হয়ে দুইজনকে আসামী করে মামলা করেছেন। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।