কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৩ টার দিকে উখিয়ার কুতুপালং বালুখালীর মাঝখানে রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার নাম শামসুল আলম। তিনি ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৯-এর মোহাম্মদ হোসেনের ছেলে। নিহত অপরজন হলেন নুর মোহাম্মদ। তিনি ২ নম্বর ক্যাম্পের ব্লক ২-৪ এর গফুর আহমদের ছেলে।
রাত সাড়ে ৯ টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এক প্রেসবিজ্ঞপ্তিতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কী কারণে, কেন এই হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, ৬ নম্বর ক্যাম্পের ২ নং পাহাড়ের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা ২০-৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে খেলার মাঠে এসে গুলি করলে ২ জন নিহত হন। ঘটনার পর পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগম বলেন, ‘আরসার লোকজন ভোরে ক্যাম্প থেকে আমার ভাইকে ডেকে পাহাড়ে নিয়ে যায়। বিকালে জানতে পারি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা জানিয়েছেন, আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ উল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন ছাড়াও কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যাদের মরদেহ পাহাড়ে আরসার আস্তানায় রয়েছে।