মুহ. মিজানুর রহমান : মানিকগঞ্জের শিবালয় ২০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে ডিবিপুলিশ। ঘটনার সাথে জড়িত মো. শাহিন মিয়াকে (৪৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ঘটনাটি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান। গ্রেফতারকৃত মো. শাহিনের বাড়ী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে। সে ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
ডিবি পুলিশ জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. আসাদ মিয়া সঙ্গীয়ফোর্স নিয়ে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার অভিযান পরিচালনা করেন। এসময় শাহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হেরোইনের মূল্য ২০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত শাহিনের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন ও চলমান রয়েছে। থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দিয়ে থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।