শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeঅর্থনীতিকরোনায় ঘোষিত লকডাউনে ঋণ গ্রহীতাদের সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

করোনায় ঘোষিত লকডাউনে ঋণ গ্রহীতাদের সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ প্রতিবেদক: গ্রাহক- প্রতিষ্ঠানের সম্পর্কের ভিত্তিতে করোনা মহামারির বর্তমান পরিস্থিতির বিবেচনায় ঋণ, লিজ ও অগ্রিমের কিস্তি মার্চ ২০২১ এর মধ্যে পরিশোধের সময়সীমা জুন ২০২১ পর্যন্ত বাড়ানো যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিদ্যমান ঋণ, লিজ অগ্রিমের নিম্নমানে শ্রেণিকরণ করা যাবেনা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপণে মঙ্গলবার এ নির্দেশনা জানিয়েছে। এছাড়া ঐসব ঋণ/লিজর/অগ্রিমের সুদের ওপর কোনো বাড়তি ফি বা জরিমানা আদায় করা যাবেনা বলেও উল্লেখ আছে প্রজ্ঞাপনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments