ওসমান গনি: প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষের জীবন এলোমেলো হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়ছে মানুষের জীবন। সব জায়গাতে চলছে খাদ্যের জন্য হা হা কার। মারা গেছে লক্ষাধিক লোক। যারা মরে গেছে তারা তো চলেই গেল কিন্ত যারা এখনও বেচে আছে তাদের জীবনে এলো ছন্দপতন। বেচে যদি থাকে কি হবে জীবিতদের ভবিষ্যৎ জীবন? এ নিয়েও চলছে জল্পনাকল্পনা। মহামারি করোনাভাইরাসের আক্রমণ কে মানুষ যে পরিমান ভয় পেয়েছে তার চেয়েও বেশী ভয়ে আছে ভবিষ্যৎ জীবন নিয়ে। কেন না, মানুষকে বাচতে হলে তার জীবনে কত কিছুরই প্রয়োজন হয়। এখন মানুষের চিন্তাচেতনা একটাই করোনাভাইরাসের কারনে মানুষের জীবনে যে ছন্দপতন ঘটেছে তা থেকে কি মানুষ আবার ঘুরে দাঁড়াতে পারবে? ভাইরাসটির কারনে বাংলাদেশ সহ সারাবিশ্বে চলছে লকডাউন। যে লকডাউনের কারনে বন্ধ হয়ে গেছে মানুষের জীবন চলার পথ। পরছে মানুষ কর্ণহীন হয়ে। সারা পৃথিবীর মানুষ হয়ে গেছে গৃহবন্দী। তারপরও কিছু কিছু মানুষ কর্মের সন্ধানে সরকারের লকডাউন ভেঙ্গে বেড়িয়ে পড়ছে মাঠে ময়দানে। যারা সরকারের লকডাউন ভেঙ্গে ঘর থেকে বের হয়েছে তারা বেশীর ভাগ মানুষ হলো দিন মুজুর, অসহায় ও হতদরিদ্র। লকডাউন ভাঙ্গার অভ্যাস টা শুধু বাংলাদেশী মানুষের না। পৃথিবীর সব দেশেই যেহেতু ধনী গরীব মানুষ আছে সব দেশেই লকডাউন ভেঙ্গে কর্মের জন্য ঘর থেকে বের হয়েছে। বের হলে কি হবে? লকডাউনের আওতাধীন রয়েছে সব দেশের কর্মস্থল। কর্মস্থল যেহেতু বন্ধ সেহেতু লকডাউন ভেঙ্গে বের হলেও কোন কাজ পাচ্ছে না। হয়তো কিছু কিছু লোক নামমাত্র কর্ম পেলেও কোন ভাবেই চলছে না তাদের সংসার জীবন। অনেক দেশে এ সমস্ত লোকদের সরকারী ভাবে সাহায্য সহযোগীতা করা হয়, তাও আবার সবার ভাগ্যে জোটে না। এর মধ্যে বিশেষ করে বাংলাদেশের অবস্থা একটু ব্যতিক্রম। বাংলাদেশ ছোট আয়তনের ঘণবসতিপূর্ণ দেশ। লোক সংখ্যা প্রায় ১৮/২০ কোটি। অর্থনৈতিক ভাবে তেমন স্বচ্ছল না। তারপরও দেশের অসহায় ও হতদরিদ্র লোকদের কে ত্রাণ সামগ্রী দেয়ার ব্যবস্থা করছে। কিন্তু রাজনৈতিক কতিপয় অসাধু ব্যক্তির কারনে দেশের অসহায় অধিকাংশ মানুষ ই তা পায়নি। যার কারনে দেশের বিত্তবান লোকেরা তাদের স্ব স্ব অবস্থান থেকে এ মানুষকে সাহায্য সহযোগীতা করে আসছে। কোন কোন দেশে আপাদ দৃষ্টিতে মনে হচ্ছে করোনাভাইরাসের প্রকোপ টা কিছুটা কমে আসছে। পুরো স্বাভাবিক অবস্থায় দেশ ফিরে আসতে সময় লাগতে পারে। যার কারনে অনেক দেশ বিশেষ করে বাংলাদেশ আগামী রমজান মাসে সীমিত আকারে হলেও কিছু কিছু অফিস ও কল কারখানা খোলে দেয়ার চিন্তাভাবনা করছে। যাতে করে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সময় কাজ করে কোনভাবে সংসার চালিয়ে যেতে পারে। তানাহলে কোনভাবেই দেশ ও দেশের মানুষকে টিকিয়ে রাখা যাবে না। এই করোনাভাইরাসের কারনে বাংলাদেশের মতো ছোট্ট দেশের দৈনিক অর্থনৈতিক ক্ষয় ক্ষতির পরিমান ৩৩০০ কোটি টাকা। এই সময়ের মধ্যে কোন আয় নাই। শুধুই খরচ। এভাবে প্রতিদিন যদি ৩৩০০ কোটি টাকা বাংলাদেশের ক্ষতি (লস) হয় তাহলে গত মার্চ মাসের ৮ তারিখ হতে এ পর্যন্ত কত টাকা ক্ষতি হলো? অর্থনীতির এ দূরাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটা বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাড়াবে না তো? এটা হলো গরীব ছোট্ট বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এ অবস্থা শুধু বাংলাদেশের এক নয়। করোনাভাইরাস আক্রান্ত পৃথিবীর অনেক দেশের অবস্থা একই। হয়তো একটু কমবেশি হবে। কে করবে কাকে সহযোগীতা? সবারই তো মরি অবস্থা। অর্থনীতির এ দুরাবস্থা হতে বের হতে হলে করোনাভাইরাস আক্রান্ত দেশগুলো সীমিত আকারে হলেও দেশের চলমান কাজের ধারা অব্যাহত রাখতে হবে এমন কি রাখার চেষ্টা করতে হবে। বাংলায় একটি প্রবাদ আছে – বসে খেলে রাজার রাজ্য ও শেষ হয়ে যায়। আমরা সেই রাজা ও রাজ্যের পথে যেতে চাই না। কর্মের মাধ্যমে থেকে প্রতিটি দেশের অর্থনীতির চাকা মজবুত করতে হবে।
লেখকঃ ওসমান গনি (সাংবাদিক ও কলামিস্ট)