আব্দুদ দাইন: বিশ্বজুড়ে ছড়িয়েপরা মরণঘাতী করোনা প্রতিরোধের অন্যতম উপায় সামাজিক দুরত্ব বজায় রাখা। সাঁথিয়া উপজেলা প্রশাসন হাট বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতে বিশেষ ভাবে তৎপর রয়েছে বলে জানা যায়। ইউএনও সাঁথিয়া এসএম জামাল আহমেদ জানান, হাট-বাজরে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে ইতোমধ্যে উপজেলার উল্লেখযোগ্য হাট বাজার যেমন আতাইকুলা হাট, মিয়াপুর হাট, কাশীনাথপুর হাট, চতুর হাট, বোয়ইলমারী হাট ও ধুলাউড়ি হাট পাশ^বর্তী কলেজ, হাইস্কুল ও মাদ্ধসঢ়;রাসা মাঠে বসানোর ব্যাবস্থা করা হয়েছে। এ সকল হাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য প্রত্যেক হাটে ১০জন করে আনছার নিয়োগ দেয়া হয়েছে। সামাজিক দুরত্ব সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রশাসনের নিয়োগকৃত কর্মকর্তাগন নিয়মিত তদারকি করছেন। পর্যায়ক্রমে অবিলম্বে উপজেলার সকল হাট-বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন