শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeশিক্ষাবায়ূ দূষণ রোধে বাকৃবিতে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালি

বায়ূ দূষণ রোধে বাকৃবিতে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালি

রাফী উল্লাহ,বাকৃবি: বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস নির্গমন আর প্রচুর পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিষ্কাশনের ফলে দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে । সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর বায়ূমন্ডল এবং জলবায়ূর। যার ফলাফল স্বরূপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে সম্পূর্ণ তলিয়ে যেতে পারে ভারতের পূর্বাঞ্চলের বেশ কিছুটা জায়গা, বাংলাদেশ, মালদ্বীপ আর শ্রীলংকাসহ পৃথিবীর নিম্নভূমির দেশসমূহ। পরিবেশ রক্ষায় আজ প্রয়োজন সচেতন উদ্যোগের। এরই পরিপ্রেক্ষিতে সারাবিশ্বে প্রতিবছর ৫ জুন রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে সারাবিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বাংলাদেশে ওই দিন পবিত্র ঈদ-উল ফিতর পালিত হওয়ায় সারাদেশে দিবসটি পালিত হয় ২০ জুন । তবে বাকৃবির উপাচার্যের অনুপস্থিতির কারণে ২০ জুনের পরিবর্তে ২৩ জুন (রবিবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ‘আসুন বায়ু দূষণ রোধ করি’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর ড. মো. আজহারুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খানসহ বিভিন্ন অনুষদেও শিক্ষক ও শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments