শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষাআদর্শ আর দেশপ্রেম প্রত্যেক শিক্ষার্থীর জীবনের সফলতার মূল চাবিকাঠি: দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান

আদর্শ আর দেশপ্রেম প্রত্যেক শিক্ষার্থীর জীবনের সফলতার মূল চাবিকাঠি: দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেছেন, নীতি, নৈতিকতা, আদর্শ আর দেশপ্রেম প্রত্যেক শিক্ষার্থীর জীবনের সফলতার মূল চাবিকাঠি। মেধা, পরিশ্রম ও ধর্যের সাথে যে শিক্ষার্থী এই মূল বিষয়গুলো জাগ্রত করে তুলতে পারে সেই শিক্ষার্থী পিতা-মাতা পরিবার, দেশ ও জাতির জন্য সুখকর বার্তা বয়ে আনবে। এসএসসি পাশের পর এইচএসসি পড়াশোনার সময় একটি শিক্ষার্থীর জীবন খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে। এই সময়টিকে গুরুত্ব দিয়ে নিজেকে মেধাবী, বুদ্ধিমান হিসেবে গড়ে তুলতে হবে। অর্জন করতে হবে মানসম্পন্ন শিক্ষা। তাহলেই একজন শিক্ষার্থী অনাশেই চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ রাষ্ট্রের যে কোন গুরুত্ব পূর্ণস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে নবীণবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক উপরোক্ত কথা বলেন। আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রেদওয়ানুর রহমানের সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক রুবি আফরোজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেবিএম কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক হুদা জুয়েল, দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোছা. হাসিনা আক্তার শিউলি, আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য শাহ ইয়াজদান মার্শাল, আকতার আজিজ, জুলফিকার আলী স্বপন, প্রভাষক আহসান হাবিব, আদর্শ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত হাসান অমি প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments