শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষাজয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজ সেরা

জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজ সেরা

এস এম শফিকুল ইসলাম: এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফলের দিক থেকে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কৃতিত্ব অর্জন করেছে। এ প্রতিষ্ঠান থেকে এবার মোট ৫৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সকলেই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী জানান, কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং এর সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। তবে সর্বাধিক জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জয়পুরহাট সরকারি কলেজ প্রথম স্থানে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে এবার মোট ১ হাজার ৪৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১ হাজার ৩৫৫ জন পাশ করেছে। পাশের হার ৯০ দশমিক ৪৫। জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। অপরদিকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ থেকে এবার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৭ জন পাশ করেছে। পাশের হার ৯১ দশমিক ১১। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments